মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা: কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
ঢাকার মোহাম্মদপুর এলাকায় একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাটালি গ্রুপের প্রধান মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. ফরহাদ (২৩), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদটি নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, গত ১৪ মে দিবাগত রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় আনোয়ার হোসেনের বাড়ির সামনে অতর্কিতভাবে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পাটালি হাসানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে আনোয়ার ও তার পরিবারের উপর বর্বর হামলা চালায়। এতে আনোয়ারসহ পরিবারের সাতজন সদস্য গুরুতর আহত হন।
হত্যাচেষ্টার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের একটি বিশেষ আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে প্রথমে রাজধানীর জিগাতলা এলাকা থেকে ফরহাদকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে পরবর্তীতে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে পাটালি হাসান, আলমগীর ও রফিককে আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।