সর্বশেষ
পুরাতন মোবাইল ফোন কেনার আগে কীভাবে বুঝবেন সেটি আসল নাকি চোরাই? জেনে নিন গুরুত্বপূর্ণ পরামর্শ

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বর্তমানে পুরাতন বা ব্যবহৃত মোবাইল ফোন কেনাবেচার প্রবণতা বেড়েছে। তবে অনেক সময় প্রতারক চক্র চোরাই বা ভুয়া ফোন বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে দিচ্ছে। এ কারণে ফোন কেনার আগে কিছু বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ফোনের IMEI নম্বর যাচাই করে সহজেই নিশ্চিত হওয়া যায় ফোনটি আসল কি না।
এর জন্য প্রথমে ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# চাপুন। স্ক্রিনে একটি IMEI নম্বর দেখা যাবে।
এরপর সেটি মিলিয়ে নিন মোবাইলের বক্স বা রশিদে থাকা IMEI নম্বরের সঙ্গে।
যদি নম্বর দুটি এক হয়, তাহলে সেটি আসল ফোন। না হলে তা ভুয়া বা চোরাই ফোন হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
প্রতিবাদী কণ্ঠ মনে করে, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিই পারে প্রতারণা বন্ধ করতে। তাই মোবাইল কেনার আগে নিজেই সতর্ক হোন, অন্যকেও সতর্ক করুন।