পলাশীবাড়ী পৌর ছাত্র ও যুব বিভাগের কমিটির পূর্ণ সংস্কার

- আপডেট সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শাখার বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র ও যুব বিভাগের কমিটির পূর্ণ সংস্কার করা হয়।
আজ শুক্রবার বাদ আছর পৌর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী ও সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
আরও উপস্থিত ছিলেন ছাত্র ও যুব বিভাগের উপজেলা সভাপতি শামিম হাসান, অর্থ সম্পাদক মো:মাহমুদুল হাসান পলাশ,ক্রিয়া সম্পাদক শাকিল আহমেদ।
উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর আমীর ইয়াহিয়া ও সেক্রেটারি আইনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সূরা ও কর্ম পরিষদের সদস্য ইকরামুল হক, মিজানুর রহমান মিজান।
সভায় ওয়াহেদুজ্জামান কে সভাপতি ও আবু তাহেরকে সেক্রেটারি করে ১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, বায়তুল মাল মোহাম্মদ হিজবুল্লাহ, অফিস সম্পাদক শামসুজ্জোহা, পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম,ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুজাহিদ, ক্রিয়া সম্পাদক মানিক মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান, মিডিয়া বিষয়ক সম্পাদক সাগর আহমেদ।
উক্ত সভায় পৌর শাখার নয়টি ওয়ার্ড থেকে অনেক নেতাকর্মী অবস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতির অনুমতিক্রমে দোয়ার মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করা হয়।