পঞ্চগড়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে না পেরে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

- আপডেট সময় : ০২:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে না পারায় বিষপানে আত্মহত্যা করলেন পঞ্চগড়ের এক কলেজছাত্রী। পরিবারের বাধা আর সমাজের চোখরাঙানি তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে।
মৃত্যুর আগে যা ঘটেছিল:
মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মিরগরিয়া ইউনিয়নের কচুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী মোছা. আনিকা খাতুন (১৮), স্থানীয় কচুয়াবাড়ি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা দীর্ঘদিন ধরে পাশের গ্রামের রিয়াজুল নামে এক যুবকের সঙ্গে প্রেম করতেন। সম্প্রতি পরিবার বিষয়টি জেনে গেলে তাদের সম্পর্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রেমিকের প্রতিক্রিয়া:
রিয়াজুল বলেন, “আমরা একে অপরকে সত্যি ভালোবাসতাম। ও অনেকবার কেঁদে বলেছে আমাকে একবার শেষবারের মতো দেখতে চায়। কিন্তু আমি যেতে পারিনি, কারণ ওর পরিবার হুমকি দিয়েছিল।”
বিষ খাওয়ার পরে:
বিকেলে আনিকা পরিবারের সদস্যদের অজান্তে কীটনাশক পান করে। পরে গুরুতর অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অবস্থান:
পঞ্চগড় সদর থানার এসআই মাহবুব আলম জানান, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সমাজ বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি:
স্থানীয় এক সমাজকর্মী বলেন, “এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়—তরুণদের আবেগকে বোঝা ও মূল্যায়ন করার বিকল্প নেই। পরিবারে বন্ধন থাকা জরুরি, কিন্তু তা যেন কারাগার না হয়।”