ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপে মানবিক উদ্যোগে এগিয়ে এলো খাজা দেওয়ান সোসাইটি

- আপডেট সময় : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ সংক্রমণ। এ বাস্তবতায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে একটি মানবিক সংগঠন — খাজা দেওয়ান সোসাইটি।
০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার — এই দিনটিতে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় একটি জনসচেতনতামূলক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মনিউর রহমান মনির। পুরো কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি, পরিশ্রম এবং নেতৃত্ব স্থানীয় ভূমিকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়।

এই উদ্যোগে খাজা দেওয়ান সোসাইটির উপদেষ্টা পারভেজ আলম-ও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই সংগঠন বরাবরই মানবিক কাজে এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সচেতনতা বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ নেয়ার মাধ্যমেই এই সংকট মোকাবেলা সম্ভব।”
ফুটেজে দেখা যায়, রাস্তা ও ড্রেন পরিষ্কার করছেন সোসাইটির তরুণ সদস্যরা। চলছে মশানাশক স্প্রে, মাস্ক বিতরণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রচারণা। আশেপাশের পরিবেশে গড়ে উঠছে এক নতুন সচেতনতার বার্তা।
কর্মসূচির মূল কার্যক্রমগুলোর মধ্যে ছিল:
এডিস মশা নিধনে স্প্রে প্রয়োগ
ড্রেন ও রাস্তা পরিষ্কার
পথচারী ও বাসিন্দাদের মধ্যে মাস্ক বিতরণ
সচেতনতামূলক পরামর্শ প্রদান
হাজী মনিউর রহমান মনির বলেন, “আমরা কোনো দলীয় পরিচয়ের জন্য কাজ করি না। সাধারণ মানুষের জন্যই আমাদের এই চেষ্টাগুলো। এই শহর আমাদের, পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।”
খাজা দেওয়ান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা নিয়মিত এই ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।
পরিচ্ছন্ন পরিবেশ এবং ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে এ ধরনের উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, সময়োপযোগীও।