ডেঙ্গুতে মৃত্যুর মিছিল: জুলাইয়ের ৯ দিনেই প্রাণ গেল ১০ জনের, আক্রান্ত ৩২৯৮

- আপডেট সময় : ০৪:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি জুলাই মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৯৮ জন, এবং মৃত্যুবরণ করেছেন ১০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯৮ জন এবং চট্টগ্রামের ৭৮ জন রোগী সিটি করপোরেশন এলাকার বাইরের। একই সময়ে একজন রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৯৪৩ জন।
চলতি বছরের আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়:
জানুয়ারি: আক্রান্ত ১,১৬১ | মৃত্যু ১০
ফেব্রুয়ারি: আক্রান্ত ৩৭৪ | মৃত্যু ৩
মার্চ: আক্রান্ত ৩৩৬ | মৃত্যু ০
এপ্রিল: আক্রান্ত ৭০১ | মৃত্যু ৭
মে: আক্রান্ত ১,৭৭৩ | মৃত্যু ৩
জুলাই (৯ দিন): আক্রান্ত ৩,২৯৮ | মৃত্যু ১০
মোট (২০২৫): আক্রান্ত ১৩,৫৯৪ | মৃত্যু ৫২
গত বছরের তুলনায় এখনো পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর হার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে, দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গুজনিত প্রাণহানির রেকর্ড।