ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ

- আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের স্বচ্ছতা ও পরিবেশ রক্ষায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৫ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী বছর থেকে হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কোরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। রাস্তায় পশু ওঠানো বা নামানো যাবে না; পশুগুলোকে হাটের নির্ধারিত স্থানে এনে নামাতে হবে। হাটগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া, কোরবানির ছুটিতে সারাদেশে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।